60 দশকের শেষ থেকে 70 দশক এর শেষ অব্দি প্রায় 11 বছর আমি Indian Oil Corporation এর Barauni Refinery তে পোস্টেড ছিলাম।
তখন বেগুসরাই এক বিভীষিখা, খুন,ডাকাতি প্রায়।
আমরা township এ সব সময় সাবধান থাকতাম।আমরা চাইতাম আমাদের ট্রান্সফার জেন Baroda Refinery তে হয়।
আমরা বলা বলি করতাম বেগুসরাই তে 100 টাকার জন্য প্রাণ নিয়ে নেবে কিন্তু গুজরাটে 100 টাকার জন্য প্রাণ দিয়ে দেবে।
বেগুসরাই ডিস্ট্রিক্ট এর জিরো মাইল township থেকে প্রায় 5 কিলোমিটার। আসাম থেকে হাইওয়ে নর্থ বেঙ্গল হয়ে বিহার এ ঢুকছে সেই হাইওয়ে জিরো মাইল এ দিল্লি র হাইওয়ে কে কাটছে মোকামা ব্রিজের আগে।
এই জিরো মাইল এক কুখ্যাত জায়গা। ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু ধাবা রাস্তার দু দিকে।
তখন ব্যাচেলার ছিলাম সাহস বেশি, রাতনাম, রঘু, আইয়ের এর সঙ্গে কখন কখন রাত 12 টায় ওই ধাবা তে খাবার এর জন্য যেতাম। এটা অবশ্য সাহস নয় এটা দুঃসাহস।
পরে ওই জিরো মাইল এর এক ঘটনার পর আমাদের সাহস হয়নি রাত্তিরে যাওয়া।
ঘটনা টা এই রকম।
এক ধাবায় দুজন মুখ মুখি খাবার খাচ্ছে কেউ কাউকে চেনে না, একেবারে অজানা।
দূরে রেডিও তে পপুলার হিন্দি গান "বো ল তেরে সাথে ক্যায় সালুক কিয়া যায়, মার দিয়া যায় ইয়া ছোড দিয়া যায়।" বাজছে।
তখন হঠাৎ ওদের মধ্যে যে মাতাল ছিল এক রিভলভার বার করে অন্য জনের দিকে টিপ করে বলল জোরে জোরে "বোল তেরে সাথ কয়া সলুক কিয়া যায়।"
অন্য আর এক টেবিলে এক মাতাল বসেছিল, সে এই শুনে চেঁচি এ বলল,"মারা দিয়া যায়"
বাস তখন এই রিভলভার ধারি মাতাল হাঁসতে হাঁসতে গুলি চালিয়ে দিল।
পরে অবশ্য পুলিশ এসে ধরে নিয়ে যায় কিন্তু এই ঘটনার পর আমাদের জিরো মাইল এর পেরস্পেক্টিভ বদলে যায়।
আমরা যাওয়া বন্ধ করে দি।
আমরা তখন বেগুসরাই কে চম্বল বলতাম। এখনো কিছু বদলায় নি। শেষ যখন 2000 এ refinery তে কোনো কাজে যাই তখন দেখি township ঘিরে দেয়াল তোলা যেটা আমি যখন ছিলাম ছিল না।
কিছু দিন আগেই এক engineer তার গাড়ি তে তেল ভরাছিল township এর কাছেই পেট্রোল পাম্পে। সদ্য বিকেল, ওকে গুলি করে মেরে দিয়ে দুস্কৃতি ওর গাড়ি টা নিয়ে চম্পট।
এখন যখন ওই সব দিন ভাবি তখন ভাবি কি করে আমি 11 টা বছর ওই রকম জায়গায় কাটালাম।
এই রকম কিছু ঘটনা ছাড়া দিন ভালই কেটেছিল। 1978 এ IOC ছেড়ে BHEL জয়ন করি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment