Wednesday, July 30, 2025

আড্ডা এখন কি হবে তখন!

আড্ডা এখন কি হবে তখন


(চিরকালীন চার বন্ধু: রামু, যদু, শিরীষ আর অমিয় — সবাই ৭৫ ঊর্ধ্ব)



রামু (চা-র কাপে চুমুক দিয়ে, চোখ আধ-বন্ধ):
ভাই, প্রেম আর বিয়ে — এ সব এখন সাবস্ক্রিপশন মডেলে চলে। মুরাকামি ঠিকই বলেছে — সবকিছুই ট্রানজ্যাকশনাল।
আজ ভালোবাসো, কাল Unfollow, পরশু Emotional Detox! এই তো প্রেম।

যদু (হাসতে হাসতে মাথা নেড়ে):
প্রেম তো দূরের কথা, সমাজটাই ভেঙে পড়ছে রে ভাই।
গেটেড কমিউনিটি খুলে খুলে একেকটা আলাদা দেশ!
ওই নিউটাউনের একটা কমপ্লেক্সে গেলাম — সেখানে দারোয়ান নেই, রোবট স্ক্যান করে QR Code, ঘরে ফেসিয়াল রিকগনিশন লক। আর মাথার ওপর দিয়ে উড়ছে ড্রোন surveillance, যেন আমরা জেলখানায়!

শিরীষ (চশমা ঠিক করে, টেবিলে আঙুল ঠুকঠুক করে):
আর ভবিষ্যৎ? IT-টা শেষ! ChatGPT-র মত AI তো কোড লেখে, চ্যাট করে, গান তোলে...
আসল টিকে থাকবে hardcore ইঞ্জিনিয়ারিং — ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল।
গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে সোলার-হাইড্রোজেনই ভরসা। আমি তো প্ল্যান করে রেখেছি — “রিটায়ার্ড ইঞ্জিনিয়ারদের জন্য সোলার সেন্টার” খুলব!

অমিয় (গম্ভীর গলায়, চোখে শান্ত হাসি):
তোমরা সবাই বাইরের প্রলয় দেখছ, আমি দেখি ভিতরের ঝড়।
মানুষ বাইরের সমস্যার জন্য রোবট বানাবে, ড্রোন চালাবে, অক্সিজেন কিনবে।
কিন্তু ভিতরের ফাঁকা জায়গা? সেখানেই আসবে রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ।
যেমন গ্রিক দেবতারা হারিয়ে গেল, কিন্তু “আমি কে?” এই প্রশ্নটা কখনো হারায়নি।


রামু (মুচকি হেসে, ঠোঁটে চা):
একদিন প্রেম হবে ‘AI Love Premium’ অ্যাপে —
“Try 7 Days Free. Break-up Button Optional.”
আর বিয়ে হবে Pop-up Contract, “Terms & Conditions Apply!”

যদু (দাঁত বের করে):
এখনই তো বাচ্চারা অক্সিজেন বার-এ যায় ফ্রেশ হতে!
কলকাতার বাতাসে এত ধোঁয়া, এত PM2.5 যে শ্বাস নিলেই মনে হয় যেন ইমারজেন্সি চলছে।
এইসব গেটেড কমিউনিটি হচ্ছে নতুন কিবুত্‌জ — ভিতরে আলাদা সংস্কৃতি, আলাদা Adda, আলাদা Reality।

শিরীষ (হাসতে হাসতে):
আর ওই কমপ্লেক্সে ঢুকতে হলে লাগবে retina scan।
বাজার করতে বেরোলেও রোবট বলবে —
"Sir, your oxygen levels are optimal. Please proceed to Bio-farm zone for pesticide-free lettuce."

অমিয় (মৃদু গম্ভীরতা নিয়ে):
তাও বলব, যতই automation আসুক —
একটা মুহূর্ত আসবে যখন মানুষ ক্লান্ত হয়ে তাকাবে আকাশের দিকে।
হয়তো সে ড্রোনে ভর্তি আকাশ, তবু অন্তরে খুঁজবে আকাশপানে দেখা এক অমল মুহূর্ত।


শেষ চুমুক আর হাসির ঝলক

রামু:
তাহলে, ২০৫৫ সালে প্রেম হবে Pay-per-Date, চাকরি থাকবে না, ছেলেমেয়েরা অ্যান্টি-ডিপ্রেশন পিল খাবে, আর আমরা কফিহাউসের জন্য petition করব?

যদু:
না রে ভাই, তখন আমরা খুলব “Old School Adda Cafe” —
কোনো রোবট নয়, কেবল চা, সিঙ্গাড়া, আর অপ্রয়োজনীয় তর্ক! 😄

শিরীষ:
আর আমি বানাব solar-powered কফিহাউস — গার্ড রোবট থাকবে,
কিন্তু এক কোণে থাকবে মাটির ব্যাংচির মতো এক টেবিল —
“Reserved for the last four human philosophers!”

অমিয় (হালকা হাসি নিয়ে):
আর আমি সেই টেবিলের পাশে রাখব একটা ছোট্ট আশ্রম-মতো কোণ —
যেখানে থাকবে নিরবতা। Wi-Fi থাকবে, কিন্তু মন চাইলে ডিসকানেক্ট করা যাবে।


শেষে এক কবিতা: "ড্রোনের ছায়ায় কফি"

রোবট পাহারা দেয় গেটের ধারে,
ড্রোন ঘোরে চোখের উপরে;
অক্সিজেন বারে দাম দিয়ে নিই,
তবু নিঃশ্বাসে শান্তি কোথা রে?

চাকরি নাই, প্রেমে AI,
প্যারার ক্লাব গেছে ডেটা লাইনে;
তবু বুড়ো চার বন্ধু বসি চুপে,
আড্ডায় মিশে স্বপ্ন পুরনো গানে।

ভবিষ্যৎ হোক যতই আধুনিক,
স্মৃতির কাপে চুমুক থাকবে চিরন্তন।


(এই কফিহাউস, এই চারজন, আর এই আড্ডা—এটাই তো আসল সাস্টেনেবল ফিউচার!)

===Note -ধন্যবাদ Chatgpt ছবিটার জন্য!



No comments: