Sunday, December 19, 2021

বিচিত্র ব্যবসা

হেমন্ত আমার চেনা এক মারওয়ারী ব্যবসায়ী।আমার চে অনেক ছোট, as usual ওর মাথায় ব্যবসা ধান্দা ঘুরতে থাকে।
সেবার যোধপুর থেকে এক বিয়ে attend করে ফেরার সময় দেখলাম   আগের দিন বিকেলে ও বাজার করতে বেরোলো আর ফিরল একটা দামি কাঠের তৈরি রাধা কৃষ্ণ মূর্তি নিয়ে।
আমায় জানাল যে 35000 টাকা দিয়ে এক antique দোকান থেকে কিনেছে।
প্লেনে চড়ার সময় হেমন্ত ওটাকে সাবধানে ভাল করে thermocol প্যাক করে চড়ালো।
আমি জিগেস করলাম ও কি ওটা  বাড়ি সাজাবার জন্য নিয়ে যাচ্ছে?
ও হেঁসে বললো "না,আমি ওটাকে এক বছর পরে বিক্রি করবো। এই ধরণের রাধা কৃষ্ণ মুর্তি খুব rare। আমি অনেক খুঁজে এটা পেছি।"
ও বিয়ে তে এসেছিল কিন্তু রথ দেখা আর কলা বেচাও হয় গেল।
অনেক দিন পরে ওর সঙ্গে Park Street এ দেখা হলো।
এখন কি করছো?
এখন আমি রেসের ঘোড়া কিনেছি।
সেতো অনেক দাম!
হেমন্ত হেঁসে বললো "তুমি যা ভাবছ সে রকম না। কোনো ভাল জতের ঘোড়া নয়। "
আমি একটু অবাক হয় বললাম " রেসে দৌড়েবে তো?"
হ্যাঁ, কিন্তু জেতার জন্য নয়। শুধু participate করবে। আসল রেস তো 3 কিংবা 4 টে ঘোড়ার মধ্যে বাকি সব তো betting crowd এর জন্য, নাম্বার বাড়ানো।বাকি 5 কি 6 টা ঘোড়া শুধু দৌড়া এ। আমার ঘোড়া তার মধ্যে একটা।
" পয়সা কে দেয়? "
"ওই total collection এর একটা percentage আমাদের ভাগ করে দেয়া হয় । আমার ঘোড়া maintenance এর খরচ বাদ দিয়ে ভালোই লাভ থাকে।"
"ঘোড়া টা রাখার জন্য আস্তাবল আর দেখাশোনার তো বেশ খরচ আছে। "
" তোমায় অঙ্ক টা বোঝাচ্ছি। আমি এই ঘোড়া লাখ তিনেক টাকা দিয়ে কিনেছি। ঘোড়া টা race course এর আস্তাবলে থাকে যেখানে অন্য সব ঘোড়া থাকে। তুমি হয়তো ময়দানে ঘোড়া গুলো কে চরতে দেখেছ। আমি মাসে মাসে 12 হাজার টাকা দি। আমার bank এ fixed deposite এর চে প্রায় double কামায়ী হয়।"
"বাঃ বেশ ভাল তো। হারা ঘোড়ার business।"
ভাবতে লাগলাম channel গুলোতে music competition এরকম কিছু একটা হয় হয়তো। 

Thursday, December 16, 2021

Naak dakaa

আমি তখন Indian Oil এর Barauni Refinery তে কর্মরত। Power Plant এর শিফট ইনচার্জ। স্ত্রী বাপের বাড়ি আর আমি shift ডিউটি ঘুরে ফিরে morning, evening আর night করে যাচ্ছি।ছোট বাংলো, সামনে পেছনে বাগান township এ। Breakfast নিজে বানায়ী ,লাঞ্চ আর রাতের খাবার গেস্ট হাউসে। সেদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছি। আগের দিন জেনারেল শিফট ছিল আর সেদিন evening shift এ যাব। গেট খোলার আওয়াজ পেলাম। দরজায় calling বেল, উঠে দরজা খুললাম। দুজন পুলিশ মাঝে কোমরে দড়ি বাঁধা এক ছোকরা। "কি ব্যাপার" "ও Tandon এর বাড়িতে চুরি করতে ধরা পড়েছে।ও বলছে আপনার বাড়ি তেও চুরি করেছে।" পুলিশের জবাব। "চুরি? কই না তো।তবু দেখি, দাড়ান।" দু বেডরুম চেক করলাম। দেখি আমার money ব্যাগটা আমার পালঙের তলায়।খুব একটা অবাক হলাম না কারণ অনেক সময় আমি ব্যাগটা ড্রেসিং টেবিলে ছুঁড়ে দি, বাউন্স করে তলায় চলে গেছে। জানলা গুলোর শিক ঠিক টাক আছে। ফিরে পুলিশ কে বললাম কই কিছু তো চুরি যায়নি। আমি একটু বিরক্ত হচ্ছিলাম কারণ আমার সময় নষ্ট হচ্ছিল ওই বজ্জাতের জন্য। একটু ঝাঝিঁ এ চোর কে বললাম "কি করে ঢুকলী আর কি চুরি করেছিস?" সব কথা বার্তা হিন্দি তে হচ্ছিল। চোর কে গুঁতো দিয়ে পুলিশ বললো " বল শুরু থেকে"। " আমি আপনার বেডরুম এর skylight দিয়ে ঢুকেছি।" "Skylight? কি করে সম্ভব ওই দুটো রডের মাঝখান দিয়ে" "আমাদের ও সন্দেহ হয়েছিল কি করে মাথা গলিয়ে ঢোকে" পুলিশ এক গাল হেঁসে বলল। "ও আমাদের মাথা ঢুকিয়ে Tandon এর বাড়ি তে দেখিয়েছে কি করে ভিতরে গেছে"। " সে তো বুঝলাম কিন্তু আমার বাড়িতে কি চুরি করেছিস?" "আমি কাল মাঝ রাতে আপনার skylight দিয়ে আপনার বেডরুম এ ঢুকি। আপনি তখন বেহুঁশ ঘুমাচ্ছেন, আমি ধিরে ধিরে খুঁজতে থাকি কি চুরি করব। Godrej আলমারি তালা লাগা। ড্রেসিং টেবিলে money bag দেখলাম। ওটা নিলাম। আমি হতভম্ব, এত কিছু হয়ে যাচ্ছে আর আমি বেহুঁশ। "তার পর?" "হঠাৎ আপনার নাক ডাকার শব্দ বন্ধ, আমি ভাবলাম আপনি আওয়াজ পে উঠে গেছেছেন, আমি সোজা bag নিয়ে আপনার পালঙের তলায়।" আমি ভাবতে লাগলাম কি ভয়ঙ্কর, আমি ওপরে পালঙে আর চোর ফ্লোরে আমার ঠিক নীচে। মনে পড়ল রাত্তিরে একবার গা টা শির শির করে উঠেছিল। ঘুমটা ভেঙে গেছিলো কিন্তু তখন ভাতেও পারিনি যে ওই বেটা আমার পালঙের তলায়। "তারপর?" "একটু পরেই আপনার নাক ডাকার শব্দ পেলাম।আপনার ব্যাগে দুটো 100 টাকার নোট আর কিছু খুচরো ছিল। আমি নোট দুট নিয়ে ব্যাগ টা পালঙের তলায় ছেড়ে দিলাম।তারপর skylight দিয়ে বেরিয়ে গেলাম।" আমি বেডরুম থেকে money bag টা নিয়ে আসলাম। সত্তিত আমার 200 টাকা গায়েব। পুলিশ দের জানালাম টাকা চুরি গেছে। গিন্নি প্রায় আমাকে বলতো আমি নাক ডাকিয়ে ঘুময়ী কিন্তু আমি বিশ্বাস করতাম না।

Sob bhuture

সব ভুতুড়ে বিপত্নীক তপন বাবু একা থাকেন এই 12 তলা housing complex এ! 8 তলায় 10 টা ফ্ল্যাট।। এক মাত্র ছেলে ব্যাঙ্গালোরে থাকে বৌ আর 10 বছরের ছেলে নিয়ে। ছেলে বউ দুজনেই IT কোম্পানি তে চাকরি করে।দু মাস তিন মাসে একবার চলে আসে বাবা কে দেখতে আর যদি কোনো দরকার থাকে। প্রায় whatsapp video chat তো আছে ই। কাজের মেয়ে আছে। সকালে আসে বিকেলে চলে যায় বনগাঁ লোকাল ট্রেন ধরে। সামনের ফ্লাটে এক young couple থাকে তাদের 5 বছরের বাচ্চা টা প্রায় চলে আসে। ওর সঙ্গে তপন বাবুর সময় ভালয়ী কাটে, তবে মন্টু একটু দুস্টু। জিনিস পত্র লন্ড ভন্ড করে দেয়। কাজের মে কাজল মন্টু কে চোখে চোখে রাখে। এ ভাবেই তপন বাবুর সময় মন্টু আর TV দেখে চলে যাচ্ছিল। এখন আর গল্পের বই পড়েন না। কিছু দিন থেকে দেখছেন যে জিনিস পত্র বিকেল বেলা তেও এখানে ওখানে সরানো, খুঁজে তে অসুবিধে হয়! মন্টু কি বিকেলে ও আসে? দরজা তো বন্ধ! তবে কে poltergeist, ভুতুড়ে ব্যাপার। তপন বাবু অবশ্য ভূত ভগবান মানেনা। তপন বাবু কাজল কে বলেন খুঁজে তে। তপন বাবু ছেলে অসিত কে বলেন জিনিস পত্র ওলট পালট হবার কথা। অসিত ভাবে একি ব্যাপার, বাবার ভীমরতি ধরে নি তো। এ ভাবে বেশ কিছু দিন কেটে যায়, তপন বাবুর বাকিটা সময় নিত্য প্রয়োজনীয় কাগজপত্র জিনিস পত্র খুঁজতে চলে যায়। ওদিকে অসিত ও চিন্তিত। অসিত ছুটি নিয়ে একাই চলে আসে নিজের চোখে দেখার জন্য। দু দিন কাটানোর পর একটু আঁচ করতে পারে। ও দেখলো বাবা আর আগের মত কিছু মনে রাখতে পারে না। বন্ধু ডাক্তার অম্লানের সঙ্গে আলোচনা করে তপন বাবু কে এক Neurologist এর কাছে নিয়ে গেল। ডাক্তার তপন বাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ না না বিষয় কথা বললেন। অসিত কে আলাদা ডেকে বললেন ওর বাবার এটা early stage ডিমেনশিয়া । তপন বাবু নিজেই জিনিস এদিক ওদিক রাখেন তারপর ভুলে জান। সকালে মন্টু জিনিস গুলো নাড়া চড়া করে তাই উনি ভাবেন অন্য কেউ বিকেলে জিনিস গুলো এদিক ওদিক করছে।

Dampatta koloho

দাম্পত্য কলহ যথা রীতি হাওড়া স্টে শনে 6 আমরা প ৌঁছালাম ইস্পাত ধরার জন্য। 22 নাম্বার প্লাটফর্ম 2C bogey AC Chair কার।32 থে কে 34 আমদে র seat সামনে table। গ োপাল জি নি স পত্র উপরে রে খে দি ল ো!আমি জানলা, স্ত্রী মাঝে , তারপর শুভ্রা।। Aisle এর পাশে গ োপাল। এমন সময় মখেুখে মাস্ক পি ঠে ব্যাগ নি য়ে হন্ত দন্ত ভাবে টে বি লে র উল্ট ো দি কে র প্যাসে ঞ্জার। সি টে ব্যাগ রে খে "দে খবে ন" আরও কি ছুবি ড় বি ড় করে মাস্কে র ভি তর থে কে কথা গুল ো আমাদে র দি কে ছঁুড়ে দি ল ো। প্রায় ট্রে ন ছাড়ে তখন সে আর এক নাদসু নদুসু ভদ্রমহি লা ব্যাগ টানতে টানতে ঢুকল ো ঝগগড়া করতে করতে । তুমি আমাকে ছে ড়ে দি য়ে চলে এলে ভদ্রমহি লা চে ঁচি য়ে চে ঁচি য়ে বলতে বলতে ব্যাগ টা কে ওপরে রাখবার চে ষ্টা করল কি ন্তু ভদ্রল োক ক োন ো সাহায্য করার চে ষ্টাও করল ো না। আমরা অবাক হয় এই নাটক দে খছি । ব্যাগ তুলে আমার উল্ট ো দি কে র জানালা সি টে ভদ্রমহি লা বসল ো । ভদ্রল োক সারাক্ষন ম োবাইলে কি সব ঘাঁটা ঘাঁটি করে যাচ্ছে স্ত্রীর প্রতি ক োন ো ভুরুক্ষে প নে ই। ফ োনটা দাও একটুছে লে র সঙ্গে কথা বলে নি । ভদ্রল োক মখু না তুলে বললে ন "ও এখন গাড়ি চালাচ্ছে "! ভদ্রমহি লা উঠে নি জে র ব্যাগ থে কে ফ োন বার করে কথা বললে ন। Pantry থে কে breakfast দি তে এল। দজু নে অর্ডার করল ো। ভদ্রমহি লা ক োন ো মাস্ক পরে নি , ভদ্রল োক কলপ করা চুল মাস্ক খুলল ো breakfast খাবার জন্য। খ োঁচা খ োঁচা দাড়ি shave না করা রাগী রাগী মখু। ব্যাজার মখেুখে veg cutlet খে তে লাগল ো! ভদ্রমহি লা নানা রকম মখু ভঙ্গি করে ডি ম পাউনরুটি খাচ্ছে । ক োন ো কথা নে ই। আর আমরা চুপ চাপ এই নাটক দে খ ছি । ভদ্রমহি লার চ োখ abnormal, আর ভদ্রল োক বদমে জাজি , আমার judgement। মনে মনে ভাবলাম কি করে এই দটুটো মানষু এক সঙ্গে থাকে আর বাকি জি বনটা থাকতে হবে । ছে লে টা কি ভাবে এদে র manage করে । ঘাটশি লা আসব আসব করছে আমরা নড়ে চড়ে বসলাম, ভদ্রমহি লা আমার দি কে তাকি য়ে বলল "Uncle আপনারা ক োথায় যাবে ন ?" "ভালপাহাড়" আমার ছ োট উত্তর। আমার স্ত্রী র ব্যাগ টা Tolly ক্লাবে র, সে টা দে খে ভদ্রমহি লা বলল ো " আপনারা কি Tollygaunge এ থাকে ন? নরমাল কথা বারতা, ভদ্রল োক বি রক্ত ভাবে তাকি য়ে । আমি জি গে স করলাম "ক োথায় যাচ্ছে ন" Rourkela স্টি ল প্লান্ট ,আমি প্রশ্ন করলাম? হ্যাঁ, মাথা নে ড়ে জবাব। ভদ্রল োক আর ো বি রক্ত। মনে মনে ভাবলাম ওই ভদ্রল োক সব নষ্টে র গ োড়া। ভাল ো ছাত্র বলে হি ন্দস্তুান স্টি ল এ compete করে চাকরি পে য়ে ছে । ভদ্রমহি লা মনে হয় ভাল ো ঘরে র কি ন্তু কপাল খারাপ এই রকম এক গাঁটে র সঙ্গে ফে ঁসে গে ছে । উঠে দাঁড়ালাম, হে ঁসে ভদ্রমহি লা কে বললাম " চলি " মনটা একটুখারাপ হল ো ওই দম্পতি র বি ষয় ভে বে । ওই ভাবে বাকি জীবন টা কাটাবে

Thursday, December 09, 2021

Origin of Roys of Barasat

How Wikimapia helped to find my root. My nephew while surfing the net came across postings o Roys of Batasat and shared with all of us in our family Whatsapp group. The last posting was done on behalf of me by my IT savvy son Anish who is settled in Australia. The original thread of the conversation is 13 years old. This is the magic of internet. ----------------------------------------------------------------- http://wikimapia.org/801175/Roy-Hardware

 Runa Sood I am Runa . My father was Rai Bahadur Lalit Mohan Roy's middle son . Ranu's father and mine , were two of 5 brothers . All are now deceased . I am looking for any family descended from Barasat Roys , who are still in Barasat or Kolkata , and who have knowledge of our ancestry . Please email to jajju@hotmail.com. 
 Chandra Kant Roy Is this Ranu, daughter of Lt Col D K Roy -------------------------------------------------------------------------------------------------- Chandra Kant Roy I am Colonel Chandra Kant Roy(retd). I am the great grandson o Shri Hari Mohan Roy from Allahabad. I know that his brother settled in Pusa Road Delhi. Its the same family to which Major Bhaskar Roy, Maha Vir Chakra belonged to. Our family hails from Barasat originally and is of the old zamindari lineage of Barasat. My e-maild id is chandrakant_roy@yahoo.co.in 6 years ago 
| reply ------------------------------------------------------------------------------------------------- Snehangshu Roy (guest) Foremost let me thank brother, Col. (Retd.) Chandra Kant Roy for bringing me into this family forum, having relentlessly surfing and researching the internet to find references to and fragments of the onetime prominent and glorious Roys of Barasat that history seems to have lost track of and sent to oblivion... Ok folks, let me join the bandwagon of the Great Roys (originally the Roy Chowdhuries, to be precise) of Barasat and add in my inputs to the jig saw puzzle and try reconstructing the long withering, not totally withered yet, family tree in the following lines: Late Shri Lalit Mohan Roy (Chowdhury/ Mukherjee -Bhardwaj Gotra) was the younger brother of Shri Hari Mohan Roy (Chowdhury/ Mukherjee -Bhardwaj Gotra) of Allahabad (migrated from Barasat via Shimla). Sh. Hard Mohan Roy was the eldest of the 5 brothers, sons of Raja Abhay Charan Roy Chowdhury of Barasat, son of Raja Tarini Charan Roy Chowdhury... all progenies of Raja Mahendranath Roy Chowdhury, followed by Raja Bajra Mukut Roy Chowdhury, whereas there is some dispute over the identity of Bajra Mukut as a single son of Raja Mahendranath Roy Chowdhury or two sons Bajra and Mukut; Raja Mahendranath Roy Chowdhury put up rebellion against the Islamic movements and the then Sultan of Bengal defeated him in a battle and put him to death under the feet of a court elephant... Legend goes, Raja Mahendranath Roy's staff had humiliated a fakir who was thrown out of the house after having been fed, because he refused to collect and dispose the leftovers of the meal; the said fakir cursed the family with misfortune to befall some 7 generations to come... the fakir being thrown out of the house took a huge form and crossed the Satra Pukur (a huge lake of the yore, later reduced to a smaller pond, near the Rajbari of our Beltala Chowdhury para, Barasat) in three strides; having got the news of the insult to the Fakir, the Sultan of Bengal, sent his troops from Murshidadbad to arrest Raja Mahendranath and bring him to court, where he was put to death; Raja Mahendranath was survived by his wife and two sons with Bajra Mukut as one or two sons, with Bajra Mukut inheriting the throne... Having said that, now let us try to put the missing links of the more recent progenies... So, Shri Abhay Charan Roy Chowdhury had 5 sons (I am not aware of the daughters, if any), including the eldest Sh. Hari Mohan Roy, i.e. my and Chandrakant's great grandfather and Sh. Lalit Mohan Roy (chhoto kaka of my grandfather, Nanda Madhav Roy). Now, I know the nick names of the five sons of Sh. Lalit Mohan Roy, as my father and his brothers used to call them -Nonta Kaka, Gullu Kaka, Bachhu Kaka, Pina Kaka and Meena Kaka, i.e. the Dadus some of whom I too have known and/ or visited, including Nonta Dadu, Gullu Dadu of Kurseong and Meena dadu (I used to often visit him in his Kailash Colony house). Major Bhaskar Roy MVC was the son of Nonta Dadu. So, I am guessing Runa Sood (pisi/ aunt) herein, must be daughter of Pina dadu, whereas Bachhu Dadu's son Prodip Roy is a pop singer and daughter is in the U.S. as far as I know from our late father Kamal Kumar Roy. I will send this over by e-mail too, to whoever is interested to re-establish the ties among the few who dare and care, with thanks to Runa Roy for initiating this move. And, yes, Ranu, alias Meena Roy, daughter of late Lt. Col. D.K. Roy (Gullu Dadu of Kurseong) was a close childhood friend of ours, aunty though she is to me, we are of the same age, is this the same Ranu (guest commentator) who commented first? Am really excited and oh, by the way I am Snehangshu Roy eldest brother of Col. Chandra Kant Roy ---------------------------------------------------------------------------------------------------------- 6 years ago | reply

 samaranand I came across this thread about Roy of Barasat in Wkimapia today. My grandfather was Harimohan Roy and my grandmother Sarojini Roy, the second wife of Harimohan Roy. Harimohan Roy had 4 sons and 2 daughters. I am the eldest son of Late Rabindra Nath Roy, the second son of Harimohan Roy, who had 4 sons and one daughter. My father was retired undersecretary from GOI. I did my engineering from IIT, Kharagpur, retired from BHEL, Bhopal as Executive Director. Now settled in Golf Green, Kolkata. I have one son Anish who is settled in Australia. I am also interested in establishing a link. My next brother Dr.A N Roy who retired as a professor from Delhi University is settled in Pashchim Vihar Delhi. He has 2 sons Monish and Amit who are settled in Delhi. My next to next brother Swapan Roy did engineering from Aligarh University and retired from ONGC as DGM. he is settled in Mumbai. He has 2 daughters Meghna and Tuhina and a son Sudeep all settled in Mumbai. My youngest brother Chandan Roy did engineering from BIT, Mesra, and retired from CEA as director. His only son Sumit is settled in Mumbai. My only sister Minoti or Minu is settled in Dhakuria, Kolkata with a son Debesh and daughter Arpita. I visited Barsat along with my father in 1999 and saw the ruins of Roy bari. 6 hours ago | reply